এবার দুঃস্থদের বিনে পয়সায় মাছ-ভাত খাওয়ানোর ব্যবস্থা করল বিজেপি। ‘মাছে ভাতে বাঙালি’ অনুষ্ঠান চালু হল পূর্ব মেদিনীপুরের এগরায়। সোমবার সপ্তাহের শুরুতেই আলু ভাজা-ডাল-মাছের ঝোল ও চাটনি-সহ পাত পেতে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করে পানিপারুলের বিজেপির নেতৃত্ব। এগরার একেক এলাকায় একেক দিন এভাবেই ভোজ খাওয়ানো হবে। এমন অনুষ্ঠান গোটা এগরা এলাকা জুড়ে বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় চলতে থাকবে বলে জানান বিজেপির নেতারা। আয়োজক বিদেশ পাত্র ও কনিষ্ক পণ্ডা জানান, সকালে চায়ে পে চর্চার পাশাপাশি দুপুরে মধ্যাহ্নভোজনের চর্চাও শুরু হল। বিদেশবাবু বলেন, ‘দিদি পাঁচ টাকায় মাছ ভাত খাওয়াচ্ছেন। আর আমরা কোনও পয়সা না নিয়েই গরীব সাধারণ মানুষকে মাছ ভাত খাওয়াবো। কারণ মাছ-ভাত বাঙালির খাদ্য সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে। তাছাড়া আগে বাঙালির একটা আড্ডা সংস্কৃতি ছিল। চায়ের কাপে তুফান তুলত বাঙালি। কতরকমের আলোচনা হত. বাদ যেত না রাজনীতিও। এখন সেই আড্ডা আর হয় না। এই সরকারের আমলে প্রকাশ্যে রাজনীতির কথা বলতে ভয় পান মানুষ। এমন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই সংস্কৃতিও ফিরিয়ে আনা হবে।’কণিষ্ক পণ্ডা বলেন, ‘পাঁচ টাকায় ডিম ভাতের কর্মসূচি ভোট পর্যন্ত. কিন্তু আমরা বরাবর এইভাবে মানুষের পাশে দাঁড়াব। একেক দিন একেক জায়গায় চলবে এই কর্মসূচি।’জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি অবশ্য দাবি করেন, বন্ধ করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি চালু করেননি। আর পাঁচ টাকা খাবারের দাম হিসেবে নেওয়া হয় না, যাঁরা এই কাজ করছেন তাঁদেরকে ওই টাকা দেওয়া হয়।