More
    Homeকলকাতামুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কেটে গেল জট, মমতার সামনে হাত মেলাল ইস্টবেঙ্গল-শ্রী সিমেন্ট

    মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কেটে গেল জট, মমতার সামনে হাত মেলাল ইস্টবেঙ্গল-শ্রী সিমেন্ট

    দুই দলের ‘খেলোয়াড়দের’ মধ্যে সংঘাত চরমে উঠেছিল। ‘রেফারি’ হস্তক্ষেপ করতেই কেটে গেল যাবতীয় জট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে একেবারে হাসিমুখে হাত মিলিয়ে শ্রী সিমেন্ট এবং ইস্টবেঙ্গল কর্তারা জানালেন, এবার আইএসএলে খেলছেন তাঁরা।

    মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে কেটে গেল জট, মমতার সামনে হাত মেলাল ইস্টবেঙ্গল-শ্রী সিমেন্ট

    দীর্ঘদিনের জট কাটাতে বুধবার নবান্নে শ্রী সিমেন্ট এবং ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর মমতা বলেন, ‘যেটা নিয়ে অনিশ্চয়তা চলছিল, (সেটা কেটে গিয়েছে)। আমিও খুব রেগে গিয়েছিলাম। আমি ওদের কাছে একটা অনুরোধ করেছিলাম।’ সঙ্গে জানিয়ে দেন, ইস্টবেঙ্গলের সমস্যা মিটে গিয়েছে। জট কেটে গিয়েছে। ইস্টবেঙ্গল আইএসএলে থাকছে। ‘খেলা হবে’।

    পরে শ্রী সিমেন্টের এক কর্তা বলেন, ‘আমরাও চাই যে খেলা হোক। একটি মতভেদ ছিল। সেজন্য টার্মশিটের চুক্তি স্বাক্ষর করতে পারিনি। গত এক বছর ধরে এটা স্বাক্ষর করার চেষ্টা করছিলাম। কিন্তু হয়নি (এড়িয়ে গিয়ে কিছুটা)। আপনি যখন অনুরোধ করেছেন, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা খেলবে। এবার আমরা আইএসএলে খেলব।’ অন্যদিকে, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন, ‘দিদিকে ধন্যবাদ জানিয়ে ছোটো করতে চাই না। দিদি সবসময় আমাদের পাশে থাকেন। শুধু ইস্টবেঙ্গল ক্নাবের পাশে নয়, পুরো ময়দান, ক্রীড়া মহলের সঙ্গেই থাকেন।’

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments