একসময়ের লাস্যময়ী নায়িকা বলিউডের। প্রথম ছবিতেই সাফল্যের স্বাদ। বিপরীতে অক্ষয় কুমার। সৌন্দর্য প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বীতা করেছেন সুস্মিতা সেন, ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গেও। তিনিই বরখা মদন। কিন্তু এখনই তাঁর পরনে রক্তবস্ত্র। মুণ্ডিতমস্তক! রূপের জাদুতে পর্দায় উষ্ণতা ছড়ানো অভিনেত্রীর এমন রূপ দেখে রীতিমতো স্তম্ভিত অনুরাগীমহল। অভিনয় ছেড়ে বরখা এখন বৌদ্ধ সন্ন্যাসিনী। বৌদ্ধ সন্ন্যাসী দলাই লামার থেকে দীক্ষা নিয়ে এখন তিনি পরিচিত গ্যালটেন সামটেন নামেই। বর্তমান ঠিকানা পাহাড়ের কোলে গড়ে ওঠা বৌদ্ধ মঠ। জাগতিক সমস্ত চাওয়াপাওয়া থেকে একেবারে বিচ্ছিন্ন। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি দশক আগে? নিজেই জানিয়েছিলেন পাঞ্জাবি ঘরের কন্যা হলেও বৌদ্ধ ধর্মের প্রতি বরাবরের আকর্ষণ ছিল বরখার। প্রিয় ধর্মগুরু দলাই লামার থেকেই দীক্ষা নিয়ে নতুন করে জীবন শুরু করেছেন তিনি।