মুম্বইয়ের ক্রাউন হোটেলে তল্লাসির পর টলিউড অভিনেত্রীকে গ্ৰেপ্তার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো । সেখান থেকে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা মূল্যের মাদক।
গত ২ জানুয়ারী তল্লাসির পর মুম্বইয়ের মিত্রা রোডের হোটেল থেকে উদ্ধার হয় ৪০০ গ্ৰাম এমডি, যার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এদিন মুম্বইয়ের পশ্চিম শহরতলীর দুটি জায়গায় তল্লাসির চালানোর পরই এই হোটেলের খোঁজ মেলে। এরপরই ওই টলিউড অভিনেত্রীকে গ্ৰেপ্তার করে কেন্দ্রীয় সংস্থা। তাঁকে জিজ্ঞাসাবাদের করা হবে সোমবার এনসিবি অফিসে। ড্রাগ সরবরাহকারী শায়েদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলেই খবর। খবর অনুযায়ী ড্রাগ সরবরাহকারী চাঁদ মহম্মদকে সেই সময়ই ধরা পড়েছেন কিন্তু শায়েদ এই মুহূর্তে পলাতক।