টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাকে মুম্বইয়ের নাইট ক্লাব থেকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে করোনা মহামারির সময় নাইট কার্ফু উলঙ্ঘনের অভিযোগ।
মুম্বই বিমানবন্দরের কাছে অবস্থিত ড্রাগনফ্লাই ক্লাবে সোমবার গভীর রাতে হানা দেয় মুম্বই পুলিশ। সেখান থেকেই মোট ৩৪ জনকে গ্রফতার করে পুলিশ। যাঁদের মধ্যে রায়না ছাড়াও রয়েছেন গায়ক গুরু রানধাওয়া, হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজানের মতো সেলেবরা। যদিও পরে তাঁদের জামিনে ছেড়ে দেওয়া হয়।
শোনা যাচ্ছে গায়ক বাদশাও সেখানে উপস্থিত ছিলেন। তবে পুলিশ হানা দেওয়ার সময় তিনি পিছনের জরজা দিয়ে বেরিয়ে যান।
আন্ধেরির জেডব্লিউ ম্যারিয়ট হোটেলের এই নাইট ক্লাবে রাত ২টো ৩০ মিনিট নাগাদ হানা দেয় মুম্বই পুলিশ। সেখান থেকে ৭ জন ক্লাব কর্মী-সহ মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়। ভারতীয় দন্ডবিধির ১৮৮ নম্বর ধারা ছাড়াও বম্বে পুলিশ আইন ও মহামারি আইনে এফআইআর দায়ের করা হয়ে ধৃতদের বিরুদ্ধে।