যাঁকে ধরা হল তিনি নিরাপরাধ। তাঁর সঙ্গে কোনও যোগই নেই সইফ আলি খানের ওপর হামলার। মুম্বই পুলিশ রাতভর চিরুনি তল্লাশি করার পরও গ্রেফতার হল না কেউই। এমনই জানিয়েছে মুম্বই পুলিশ, খবর করেছে সংবাদসংস্থা এএনআই। সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে ধরেছিল মুম্বই পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে মুম্বই পুলিশ। শুরু করা হয় জিজ্ঞাসাবাদও। এরপরই ভুল ভাঙে নাকি মুম্বই পুলিশের। সিসিটিভি ফুটেজ দেখেই পুলিশ ধারণা করেছিল, ঘটনার পর সকালের প্রথম লোকাল ট্রেন ধরে ভাসাই ভিরারের দিকে রওনা দেন ওই ব্যক্তি। ভাসাই, নালাসোপারা ও ভিরার এলাকাজুড়ে তল্লাশি চালানো শুরু করে মুম্বই পুলিশের দল। সিসিটিভির ফুটেজ দেখে সেই ব্যক্তিকে ধরা হয়।