Wednesday, June 7, 2023
HomeUncategorizedমুম্বাইয়ের ট্রাফিকে প্রাণ ওষ্ঠাগত অমিতাভ বচ্চনের! শুটিং স্পটে পৌঁছতে বাধ্য হয়ে পথচারীর...

মুম্বাইয়ের ট্রাফিকে প্রাণ ওষ্ঠাগত অমিতাভ বচ্চনের! শুটিং স্পটে পৌঁছতে বাধ্য হয়ে পথচারীর বাইকে উঠে পড়লেন বিগ বি 

 

প্রতিটা সময়ের গুরুত্ব তার কাছে অপরিসীম এটা তিনি বারবারই প্রমাণ করেছেন। অমিতাভ বচ্চন সেটা ইভেন্ট হোক কিংবা শুটিং সব সময় তিনি একদম পৌঁছন সময় মতন। তিনি একদমই পছন্দ করেন না দেরি করে কোন কাজ করা। অপরদিকে আবার মুম্বাইয়ের ট্রাফিকের কথা প্রায় সকলেরই জানা। অনেকেই প্রায়ই বলেন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ যে কিভাবে তারা মুম্বাইয়ের ট্রাফিকে আটকে পড়েছেন। এবারের সেই ট্রফিকে আটকে পড়েছিলেন স্বয়ং বিগ বি।

 

অনেকক্ষণ ধরেই ট্রফি দিয়ে আটকে পড়েছিলেন অমিতাভ বচ্চন। তিনি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না যে শুটিংয়ে কি করে সময় মতন পৌঁছাবেন। তাই তিনি আর দ্বিতীয়বার ভাবেননি একেবারে গাড়ি থেকে নেমে তারই একজন ফ্যানের বাইকে চেপে চলে যান। বিগ বির পরনে ছিল কালো টিশার্ট ও কালো ট্রাউজার। ব্রাউন রঙের ব্লেজার ও চোখে কালো চশমা। তিনি নিজে সেই ছবি পোস্ট করেছেন। আর এখন সোশ্যাল মিডিয়াতে সেটি ভাইরাল।

 

পোস্ট করে সেই মানুষটিকে ধন্যবাদও জানিয়েছেন তিনি তাকে চেনেন না সেই মানুষটি তাকে তার কাজের জায়গায় যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments