More
    Homeঅনান্যমুলতানি মাটি দিয়ে কিভাবে করবেন ত্বক ও চুলের যত্ন?

    মুলতানি মাটি দিয়ে কিভাবে করবেন ত্বক ও চুলের যত্ন?

     

    সৌন্দর্যচর্চায়, বিশেষ করে ত্বক ও চুলের যত্ন নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম মাটির ব্যবহার দেখা যায়। প্রাচীন আয়ুর্বেদেও এর ব্যবহার হয়ে আসছে। স্পা’তে একে বলা হয় মাড থেরাপি। মুলতানি মাটি রূপচর্চায় এবং চুলের যত্নেও বহুবছর আগে থেকে ব্যবহার হয়ে আসছে। স্কিনের ডিপ ক্লেঞ্জিং করতে, ডেডসেলস দূর করে উজ্জ্বল করে তুলতে ভীষণ কার্যকরী ভূমিকা পালন করে মুলতানি মাটি। চলুন এক নজরে দেখে নিই, স্কিন আর হেয়ার কেয়ারে বা ত্বক ও চুলের যত্ন কীভাবে মুলতানি মাটি ব্যবহার করে করা যায়।

     

     

    মুলতানি মাটিতে ত্বক ও চুলের যত্ন

    ১) ত্বক থেকে বাড়তি তেল শুষে নেয়

    যাদের অয়েলি স্কিন তারা সপ্তাহে ২-৩ দিন এই প্যাকটি ব্যবহার করলে স্কিনের বাড়তি তৈলাক্ত ভাব দূর হবে। সমপরিমাণ মুলতানি মাটি আর চন্দন গুঁড়োর সাথে গোলাপজল মিশিয়ে পেস্টের মতো বানিয়ে মুখে এবং গলায় অ্যাপ্লাই করুন। প্যাক শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা স্কিনের পি এইচ লেভেল ঠিক রাখতেও সহায়তা করে।

     

    ত্বক ও চুলের যত্ন নিতে মুলতানি মাটি, চন্দন ও গোলাপ জল –

     

    ২) স্কিনকে দাগমুক্ত করে

    সমপরিমাণ মুলতানি মাটি, লেবুর রস আর ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে স্কিনে যেসব জায়গায় স্পট আছে সেসব জায়গায় লাগান। আধঘণ্টা পর ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্ততপক্ষে তিনদিন ব্যবহারে আস্তে আস্তে স্কিন দাগমুক্ত হবে।

     

    ত্বক ও চুলের যত্নে মুলতানি মাটি, লেবুর রস ও ভিটামিন ই ক্যাপসুল এর মিশ্রণ –

     

    ৩) ব্রণ দূর করে

    ২ চা চামচ মুলতানি মাটি, ১ চা চামচ নিমের গুঁড়ো, গোলাপজল মিশিয়ে পেস্টের মতো বানিয়ে ব্রণের উপর অ্যাপ্লাই করুন। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন এবং মাইল্ড কোন ময়েশ্চারাইজার ব্যবহার করুন। সপ্তাহে অন্ততপক্ষে দুই দিন ব্যবহারে স্কিন ধীরে ধীরে ব্রণমুক্ত হবে।

     

    ব্রণ দূর করতে নিমের গুঁড়ো ব্যবহার –

     

    ৪) স্কিনকে উজ্জ্বল করে তোলে

    সমপরিমাণ মুলতানি মাটি আর টকদই দিয়ে পেস্টের মতো বানিয়ে সেটা আধঘণ্টার জন্য রেখে দিন, এতে সামান্য কাঁচা হলুদের গুঁড়ো যোগ করুন। মিক্স করে মুখ এবং গলায় অ্যাপ্লাই করুন। হাতে পায়েও অ্যাপ্লাই করুন। শুকিয়ে গেলে কুসুমগরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইদিন ব্যবহার করলে ধীরে ধীরে স্কিনের উজ্জ্বলতা বাড়বে।

     

    ত্বককে উজ্জ্বল করতে মুলতানি মাটি ও টকদই এর পেস্ট-

     

    ৫) স্কিনের ইলাস্টিটি বাড়িয়ে তোলে

    সমপরিমাণ মুলতানি মাটি, মধু, গ্লিসারিন আর একটা ডিমের সাদা অংশ ভালোভাবে মিক্স করে মুখে আর গলায় লাগিয়ে নিন। প্যাকটা শুকিয়ে গেলে কুসুমগরম পানি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নিন। সপ্তাহে একদিন এই প্যাকটি ব্যবহারে স্কিনের ইলাস্টিটি বাড়বে এবং স্কিন আগের চেয়ে ইয়াংগার দেখাবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments