“প্রয়াত হননি তিনি। ভুয়ো তথ্য মুছে দিন…” তবলা সম্রাটের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে মুখ খুললেন কিংবদন্তি জাকির হুসেনের বোনপো। টুইট করে জানালেন বেঁচে আছেন তিনি। সেই সঙ্গে এও লিখলেন, ‘তিনি খুবই শোচনীয় পরিস্থিতিতে রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করুন।”