মেজর রাধিকা সেন: জাতিসংঘের ‘সামরিক লিঙ্গ সমর্থক’ পুরস্কারে ভারতের গৌরব!
নিউইয়র্ক, ২৯ মে: জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নারী ও শিশুদের অধিকার রক্ষায় অবদানের জন্য ভারতীয় সেনাবাহিনীর মেজর রাধিকা সেনকে ‘জাতিসংঘের সামরিক লিঙ্গ সমর্থক (Military Gender Advocate) অফ দ্য ইয়ার’ পুরস্কারে সম্মানিত করা হচ্ছে। আগামী ৩০ মে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাকে এই সম্মানসূচক পুরস্কার প্রদান করবেন।
মেজর সেন কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে (MONUSCO) কর্মরত ছিলেন। সেখানে তিনি নারী ও শিশুদের যৌন নির্যাতন ও শোষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি MONUSCO-তে ‘Women, Peace and Security’ বিভাগের জেন্ডার অ্যাডভাইজার হিসেবেও কাজ করেছিলেন।
এই সম্মাননা প্রাপ্তি মেজর রাধিকা সেনের জন্য এক বিরাট অর্জন। তিনি এই সম্মান জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিয়োজিত সমস্ত ভারতীয় সেনাকর্মী ও নারী শান্তিরক্ষীদের জন্য গর্বের।
মেজর সেন বলেছেন, “এই পুরস্কার শুধু আমার নয়, বরং সমগ্র ভারতীয় সেনাবাহিনী এবং জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর জন্য। আমি নারী ও শিশুদের অধিকার রক্ষার জন্য কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তার এই অর্জন ভারত সরকারের ‘নারী ক্ষমতায়ন’ নীতির সফল বাস্তবায়নের প্রমাণ। এই সম্মান জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নারীদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ করে তুলবে বলে আশা করা হচ্ছে।