Thursday, October 5, 2023
Homeরাজনৈতিকমেদিনীপুরের খাসজঙ্গল এলাকার ইন্ডাস্ট্রিয়াল পার্কে তৈরি করা হবে "টয় পার্ক" ঘোষণা মুখ্যমন্ত্রী

মেদিনীপুরের খাসজঙ্গল এলাকার ইন্ডাস্ট্রিয়াল পার্কে তৈরি করা হবে “টয় পার্ক” ঘোষণা মুখ্যমন্ত্রী

মেদিনীপুরের খাসজঙ্গল এলাকার ইন্ডাস্ট্রিয়াল পার্কে তৈরি করা হবে “টয় পার্ক”। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় মেদিনীপুর সদর ব্লকের খাসজঙ্গল এলাকায় একটি নতুন টয় পার্ক স্থাপনের শিলান্যাস করা হলো। এদিন ভার্চুয়ালি এই টয় পার্ক স্থাপনের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে থেকে দূর নিয়ন্ত্রিত যন্ত্রের মাধ্যমে এই পার্কের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে এই উপলক্ষ্যে খাস জঙ্গল এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডাঃ রেশমি কোমল, মেদিনীপুর সদর মহকুমা শাসক নীলাঞ্জন ভট্টাচার্য্য, জেলাপরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি, ক্ষুদ্র ও কুটির শিল্প ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শৈবাল গিরি, সহ অন্যান্য আধিকারিকগন এবং ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা । প্রায় ১২ একর জায়গা জুড়ে তৈরি করা হবে এই পার্ক। তাঁদের আশা এখানে খেলনা তৈরি হবে এমন পঞ্চাশটি ইউনিট গড়ে তোলা হবে। এদিন জেলাশাসক ডাঃ রেশমি কোমল জানান, ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই টয় পার্কটি গড়ে তোলার জন্য।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments