মেয়েদের বিয়ে দিতে খবরের কাগজে বিজ্ঞাপন দিলেন পিসি সরকার জুনিয়র। একসঙ্গে তিন মেয়ের অর্থাৎ মানেকা , মুমতাজ, মৌবনীর পাত্রের খোঁজ জাদুকর দম্পতির । জাদুকর জানান তিনি তিন মেয়ের বিয়ে দিয়ে নাতি-নাতনির মুখ দেখতে চান। অন্যদিকে বাবা ও মায়ের সিদ্ধান্তে সম্মতি তিন মেয়েরই।