Wednesday, June 7, 2023
HomeUncategorizedমোটা টাকার প্রতারণা, গেপ্তার রাখি সাওয়ান্তের ভাই!

মোটা টাকার প্রতারণা, গেপ্তার রাখি সাওয়ান্তের ভাই!

বলিউডে তার নাটকীয় ব্যক্তিত্বের জন্য পরিচিত রাখি সাওয়ান্ত আবারো খবরের হেডলাইনে। এবার অবশ্য তার নিজের কর্মের জন্য নয়, তার ভাইয়ের অপকর্মের কারণে ফ্রন্ট পেজে রাখি।

রাখির ভাই রাকেশকে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ধার নেওয়া এবং ফেরতের চেক বাউন্স করার অভিযোগে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি ২২ মে পর্যন্ত কারাগারে থাকবেন। রাখি এই বিষয়ে কোনও তথ্য জানাননি।

ইসলাম ধর্ম গ্রহণের পর গত বছর আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি সাওয়ান্ত। তবে আদিল প্রথমে তাকে স্ত্রী হিসেবে স্বীকার করেনি এরম অভিযোগ করেন রাখি, পড়ে অবশ্য দুজনের মধ্যে সেই বিবাদ মিটে যায়।

তারা অবশেষে ক্যামেরার জন্য একসঙ্গে পোজ দিয়েছেন। সম্প্রতি রাখির মা মারা গেলে তার পাশে ছিলেন আদিল। যাইহোক, রাখি পরে আদিলের বিরুদ্ধে অন্য অভিনেত্রীর সাথে সম্পর্ক রাখার পাশাপাশি গার্হস্থ্য সহিংসতা এবং প্রতারণার অভিযোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments