Tuesday, May 30, 2023
HomeUncategorized'মোদি'র ভূমিকায় অভিনয় করবেন ডি'নিরো! পরিচালনা করতে দেখা যাবে জনি ডেপকে

‘মোদি’র ভূমিকায় অভিনয় করবেন ডি’নিরো! পরিচালনা করতে দেখা যাবে জনি ডেপকে

 

 

২৫ বছর পর ছবি পরিচালনা করতে চলেছেন হলিউড অভিনেতা জানি ডেপ। ইতালির শিল্পী আমেদিও মোদিগিলানীর জীবনী নিয়ে তৈরি এই ছবির নাম হতে চলেছে ‘মোদি’— বন্ধু মহলে এই নামেই পরিচিত ছিলেন শিল্পী।

 

ছবির বিভিন্ন চরিত্রে কারা অভিনয় করবেন তাদের অনেকের নামই জানিয়েছেন পরিচালক। এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে কিংবদন্তি অভিনেতা আলী পাচিনোরও।

 

মূল চরিত্রে অর্থাৎ মোদির চরিত্রে অভিনয় করবেন ইটালির জনপ্রিয় অভিনেতা রিকার্দো স্ক্যামারসিয়ো। ‘জন উইক: চ্যাপ্টার ২’ ,’দা বেস্ট অফ ইউথ’ এবং ‘লেরোর’ মত ছবিতে অভিনয় করে প্রবল জনপ্রিয়তা পান তিনি।

 

জনি কেবল এই ছবির পরিচালকই নন আল পাচিনো এবং ব্যারি নাভিরডির সঙ্গে সহ প্রযোজক হিসেবেও কাজ করছেন তিনি। আর কয়েক মাসের মধ্যেই বুদাপেস্টে শুটিং এর সেটেও দেখা মিলবে জনি ডেপের।

 

‘মোদ গিলানী’র নামের নাটক অবলম্বন করেই তৈরি হতে চলেছে এই ছবিটি। একজন শিল্পী হিসেবে তার জীবন সংগ্রাম এর ওপর ভিত্তি করেই গড়ে উঠবে ছবিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments