আগেই ‘অন্তরাত্মার’ ডাক শোনার কথা জানিয়েছিলেন। তারপর নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের ২৪ ঘণ্টা আগে বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী। দিল্লিতে বিজেপির সদর দফতরে তাঁর হাতে দলের সদস্যপদ তুলে দেন সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা।
আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর দীনেশ বলেন, ‘বিজেপিকে ধন্যবাদ জানাতে চাই। এই সোনার সময়ের জন্যই অপেক্ষা করছিলাম।’ সঙ্গে জানান, একটি পরিবার হল রাজনৈতিক পরিবার, অপরটি জনতার পরিবার। তিনি আজ জনতার পরিবারের যোগদান করলেন বলে দাবি করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ। সেই মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে তোপ দাগতে ছাড়েননি দীনেশ। বলেন, ‘ওই পার্টিতে একটি পরিবারের সেবা করা হয়। যে দলের নাম করতে চাইছে না আমি। আপনারা সবাই জানেন। আমি কোনওদিন নিজের বিচারধারা ভেঙে এগিয়ে যায়নি। আমার কাছ দেশ সবথেকে গুরুত্বপূর্ণ।’
তাহলে কি বিধানসভা নির্বাচনে লড়াইয়ে করবেন? দীনেশ বলেন, ‘আমি ভোট দাঁড়াই অথবা না দাঁড়াই, আমি নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় থাকব। তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখান করেছেন বাংলার মানুষ। তাঁরা হিংসা বা দুর্নীতি নয়, উন্নয়ন চান। তাঁরা প্রকৃত পরিবর্তনের জন্য তৈরি। রাজনীতি খেলা নয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। খেলতে গিয়ে তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) নিজের মতাদর্শ ভুলে গিয়েছেন।’