More
    Homeখবর‘মোদী তোমার কবর খুঁড়ব’ বিনেশের মোদির বিরুদ্ধে দেওয়া অতীতের স্লোগান দিয়ে কটাক্ষ...

    ‘মোদী তোমার কবর খুঁড়ব’ বিনেশের মোদির বিরুদ্ধে দেওয়া অতীতের স্লোগান দিয়ে কটাক্ষ কঙ্গনার!

    বুধবার রাতের অপেক্ষায় ছিলেন তিনি ও সমগ্র দেশবাসী। কিন্তু অপেক্ষার ফল পাওয়ার আগেই স্বপ্নভঙ্গ। বিনেশ ফোগটের অলিম্পিক্স সফরে পড়লো দাঁড়ি। যার প্রতিপক্ষ ছিল আমেরিকার সারা হিলডেব্রান্ট। কিন্তু ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় ফাইনালে লড়তে পারবেন না বিনেশ। কুস্তিতে বিনেশের ইভেন্টই নয় ৫০ কেজি বিভাগ তাঁর আসল ইভেন্ট তো ৫৩ কেজির বিভাগ। ভিনেশকে বলা হয়েছিল, তিনি যদি ট্রায়ালে পাঙ্ঘালকে হারাতে পারেন, তা হলে তাঁকে পছন্দের ৫৩ কেজিতে নামতে দেওয়া হবে। কিন্তু কুস্তি থেকে দূরে থাকার জন্য স্বাভাবিক ভাবেই ভিনেশ সেই ট্রায়ালে হেরে যান। এবং শেষ পর্যন্ত তাঁকে বেছে নিতে হয় ৫০ কেজি বিভাগ। উল্লেখ্য, বিনেশের অলিম্পিক্স সফর ছিল খুবই কঠিন। গত এক বছরে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। কুস্তিগিরদের আন্দোলনের অংশ ছিলেন বিনেশ। দিল্লির যন্তর মন্তরের সামনে ধর্না দিতেন তিনি। এমনকি পুলিশের হাতে আটকও হয়েছিলেন। সেই সঙ্গে হাঁটুর চোট সঙ্গী ছিল বিনেশের।

     

    তবে ফাইনালে বাতিল হলেও ইতিমধ্যেই ইতিহাস গড়ে ফেলেছেন তিনি। প্রথম ভারতীয় মহিলা হিসাবে অলিম্পিক্সে কুস্তির ফাইনালে উঠেছিলেন। তবে স্বস্তি মেলেনি এতে তাঁর লক্ষ্য ছিল সোনার পদক।

     

    মঙ্গলবার সারা দেশ যখন বিনেশের সাফল্য নিয়ে গর্বিত, ঠিক তখনই অভিনেত্রী তথা মান্ডির সংসদ কঙ্গনা রানাউত কৌশলে বিনেশের সমালোচনা করলেন সমাজমাধ্যমে। অতীতে একসময়ে বিনেশ মোদী বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন নবনির্বাচিত সাংসদ। ছবির সঙ্গে লিখেছেন, “‘মোদী তোমার কবর খুঁড়ব’ স্লোগান দিয়েছিলেন বিনেশ। এর পরেও তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। শুধু তা-ই নয়, উচ্চমানের প্রশিক্ষণ, প্রশিক্ষক এবং নানা সুযোগসুবিধা পেয়েছেন তিনি। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এটাই মহান নেতৃত্ব।” কিন্তু যিনি ইতিহাস সৃষ্টি করলেন, তাঁকে নিয়ে কঙ্গনার রাজনৈতিক টানাপড়েনের এমন প্রচেষ্টা কেন? সেই নিয়ে উঠছে প্রশ্ন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments