চোট আর চোট, দু’প্রধানের ছবিটা একইরকম। মোহনবাগানের হয়ে এই ম্যাচে নেই অনিরুদ্ধ থাপা। নেই মিডফিল্ডার আশিক কুরুনিয়ানও। তবে ভাল খবর চোট সারিয়ে ফিরবেন দুই বিদেশী দিমিত্রিয়স পেত্রাতস ও গ্রেগ স্টুয়ার্ট। তবে শুরু থেকে পেত্রাতসের খেলার সম্ভাবনা কম। আরও সমস্যায় লাল হলুদ। ফরাসি মিডফিল্ডার মাদি তালাল পুরো মরসুম থেকেই ছিটকে গিয়েছেন। স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপো খেলার মতো ফিট নন। চোটের খাতায় নাম তুলে ছিটকে গেছেন আনোয়ার আলিও। ডিফেন্ডার মহম্মদ রকিপও চোটের খাতায়। চোট সারিয়ে ফেরার আশায় সৌভিক চক্রবর্তী।