Monday, May 29, 2023
HomeUncategorizedমৌয়ের পাশে গিয়ে দাঁড়াক ডোডো, এমনটাই চায় তার পরিবার!

মৌয়ের পাশে গিয়ে দাঁড়াক ডোডো, এমনটাই চায় তার পরিবার!

স্টার জলসার একটি ধারাবাহিক হলো মেয়েবেলা। এই ধারাবাইকে তুলে ধরা হয়, যে মেয়েরাই মেয়েদের শত্রু হয়। এখানে কি করে একটি মেয়েকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয় সেটাই দেখানো হচ্ছে।

হঠাৎই বিথী মাসির বাবার শরীর খারাপ করায় বিথী মাসি এবং ডোর বাবা সেখানে ছিল এবং মন্দিরে পুজো দিয়েছে তার বাবার জন্য। আবার মৌও সকাল সকাল সবাই যখন ঘুমাচ্ছিল কালীঘাটে গিয়ে বিধি মাসির বাবার জন্য পুজো দিয়ে এসেছে। এসে যখন সবাইকে প্রসাদ দিচ্ছে সবাই বলে সত্যিই মৌ সবদিক খেয়াল রাখে।

বিথী মাসি মৌকে একটি চ্যালেঞ্জ জানিয়েছে যে বাড়ির সবার রান্না করে এগারোটার মধ্যে তাকে ইউনিভার্সিটি জন্য বেরিয়ে পড়তে হবে। এটা দেখে ডোডোর বাবার বেশ খারাপ লাগছে তাই সে ডোডোর কাছে এসেছে এবং বলছে যে তার মা এরকম চ্যালেঞ্জ জানিয়েছে মৌকে সে চায় ডোডো এটা বাধা দিক তখন ডোডো জানায় তার বাবাই করতে পারতো। তার বাবা বলে জীবনের সামনের দিকে তাকাতে চাঁদনীকে ভুলে গিয়ে মৌকে আপন করে নিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments