ম্যান ইউ পছন্দটা যে ভুল করেনি, বুঝিয়ে দিলেন অ্যামোরিম। রেড ডেভিলসদের হট সিটে বসার আগেই তিনি দুঃস্বপ্নের রাত দেখিয়ে দিলেন পেপের ম্যান সিটিকে। বর্তমান ক্লাব স্পোর্টিং লিসবনের ডাগআউটে শেষবারের মতো দাঁড়িয়েছিলেন তিনি। প্রতিপক্ষ ছিল ইংলিশ প্রিমিয়ার লিগেরই টানা চারবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। সেই ক্লাবকেই ৪-১ গোলে উড়িয়ে দিয়ে চমকে দিল অ্যামোরিমের স্পোর্টিং লিসবন। মাথা হেঁট পেপের। স্ট্যাচু যেন গোলমেশিন হালান্ড। ২০১৬ সালের অক্টোবরের পর চ্যাম্পিয়ন্স লিগে এবারই প্রথম চার গোল হজম করল সিটি। মাঠে এবং মাঠের বাইরে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না গুয়ার্দিওলার সিটির। একের পর এক চোটে বিপর্যস্ত তার দল, প্রিমিয়ার লিগেও শেষ ম্যাচে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর আবার চ্যাম্পিয়ন্স লিগে বড় এই হার। সিটির হয়ে হালান্ড পেনাল্টি মিস করেছেন। অন্যদিকে লিসবনের হয়ে ভিক্টর গোয়েকেরেস হ্যাটট্রিক করেছেন। ১৯৮২ সালের তিনিই প্রথম ফুটবলার যে স্পোর্টিং লিসবনের জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করলেন।