More
    Homeখবরম্যান ইউ ফুটবলার ম্যাসন মাউন্টের থেকে অরিজিৎ সিং পেয়েছেন সারপ্রাইজ গিফট

    ম্যান ইউ ফুটবলার ম্যাসন মাউন্টের থেকে অরিজিৎ সিং পেয়েছেন সারপ্রাইজ গিফট

    অরিজিৎ সিংয়ের পারফরম্যান্স থেকে জীবনধারণ নিয়ে অনেকেই অভিভূত, সেই অরিজিৎ সিং নিজেও অভিভূত হয়ে গেছেন বিদেশে পারফরম্যান্স করতে গিয়ে। সম্প্রতি ম্যাঞ্চেস্টারে লাইভ পারফরম্যান্স করেছেন। আর সেখানে গিয়েই ম্যান ইউ ফুটবলার ম্যাসন মাউন্টের থেকে পেয়েছেন সারপ্রাইজ গিফট। তাঁর সই করা ম্যান ইউ জার্সিই উপহার দেন তিনি অরিজিৎ সিংকে। জার্সির পিছনে আবার লেখা, সিং, নম্বর ওয়ান। যা দেখে অভিভূত বলিউড মাতানো গায়ক। এই ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তে। সমাজমাধ্যমে প্রিমিয়ার লিগের অফিশিয়াল পেজেও তা শেয়ার করা হয়। যদিও ম্যান ইউয়ের ইপিএলের শুরুতে পারফরম্যান্স দেখে হতাশ অরিজিৎ সিংয়ের ভক্তরা। ৫ ম্যাচ শেষে ম্যান ইউ রয়েছে ১১ নম্বরে!

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments