More
    Homeবিনোদনযমালয়ে জীবন্ত ভানু’তে অভিনয় করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন মালদার শুভদীপ চক্রবর্তী

    যমালয়ে জীবন্ত ভানু’তে অভিনয় করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন মালদার শুভদীপ চক্রবর্তী

    মালদার শুভদীপ একজন জার্নালিস্ট। তিনি জার্নালিজম নিয়ে মাস্টারস করেছেন। কিন্তু অভিনয়ের প্রতি তার ছিল আকর্ষণ। বড় পর্দায় অভিনয় করে মালদহের মুখ উজ্জ্বল করল শুভদীপ। বাংলা সিনেমা ‘যমালয়ে জীবন্ত ভানু’ সিনেমায় অভিনয় করেছেন মালদহ শহরের যুবক শুভদীপ চক্রবর্তী। মালদহ শহরের বেলতলা এলাকার বাসিন্দা শুভদীপের সিনেমার প্রতি ঝুঁকি পড়াশোনার সময় থেকেই। ইচ্ছে থাকলেও মধ্যবিত্ত পরিবারে থেকে সিনেমা নিয়ে দূরে কোথাও পড়াশোনা করতে যাওয়ার সুযোগ হয়নি।

    বড়ো পর্দায় অভিনয় করার বাসনা নিয়েই তিনি কলকাতায় গিয়ে একদিকে নাটক করেন ও অন্যদিকে অভিনয়ের তালিম নেওয়া শুরু করেন। কয়েক বছরেই সাফল্য।‌ অল্প অল্প করে সিনেমায় সুযোগ মেলে। এখন পর্যন্ত শুভদীপ মোট ৬ টি সিনেমায় অভিনয় করেছে। তবে সম্প্রতি মুক্তি পাওয়া ‘যমালয়ে জীবন্ত ভানু’ বড় মাপের সিনেমা। বর্তমানে এই সিনেমা দর্শকদের কাছে আকর্ষণীয়। এই সিনেয়ায় টলিউডের একাধিক বড় মাপের অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছে শুভদীপ। এই সিনেয়ায় তাঁর চরিত্রের নাম মানবেন্দ্র। অ্যাসিস্ট্যান্ট সাইন্টিস্ট হিসাবে অভিনয় করেছেন। তাঁর এই অভিনয়ও যথেষ্ট সারা ফেলেছে দর্শকদের মধ্যে। অভিনেতা শুভদীপ চক্রবর্তী বলেন, আমার লড়াইটা খুব কঠিন ছিল। তবে তিনি খুশি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments