More
    Homeখবর'যাঁরা বলার তাঁরা বলবেই। সোশ্যাল মিডিয়ার কথা কানে নিই না।' : দেব

    ‘যাঁরা বলার তাঁরা বলবেই। সোশ্যাল মিডিয়ার কথা কানে নিই না।’ : দেব

    ‘যাঁরা বলার তাঁরা বলবেই। সোশ্যাল মিডিয়ার কথা কানে নিই না।’ নিন্দুকদের কড়া জবাব দেবের। সম্প্রতি ঘাটালের বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করেও সমালোচনার মুখে পড়তে হয়েছে সাংসদ-অভিনেতা দেবকে। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর ছবির নতুন গান। সেই অনুষ্ঠানে এসেই সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সমালোচকরা তো বলবেই। আমি রাজনীতিতে থাকি বা না থাকি যারা বলার তাঁরা বলবেই। আমি আমার কাছে কতটা স্বচ্ছ বা আমি আমার দায়িত্ব কতটা পালন করতে পারছি, তা আমার থেকে বেশি কেউ বুঝবে না। বা যেখানকার আমি সাংসদ, তাঁরাই বুঝতে পারবেন। আমার ঘাটালের মানুষ বুঝুক যে তাঁদের সাংসদ তাঁদের পাশে আছে, সেটাই যথেষ্ট। সোশ্যাল মিডিয়া আমাকে নিয়ে কী বলছে, আমি নজর দিই না।’ উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পরেও কেন বন্যায় বিধ্বস্ত মানুষের পাশে দেখা যায়নি, সম্প্রতি এই বিষয়টিকে নিয়েও কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। সম্প্রতি বন্যা পরিদর্শনে গিয়ে দেব সহজভাবেই বলেছিলেন, ‘অনেকে বলছেন দেব ভোটে জিতে গেছে মানে ঘাটাল মাস্টারপ্ল্যান হয়ে যাওয়া উচিত। ৩ মাসে ঘাটাল মাস্টারপ্ল্যান হয় না। রাজ্য সরকার চেষ্টা করছে যাতে যতদ্রুত সম্ভব কাজটা শুরু হয়।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments