কোটি কোটি মানুষ যাচ্ছেন। সেই যাত্রায় শামিল হলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। তিনিও গেলেন অমৃত কুম্ভের সন্ধানে। করলেন উত্তর প্রদেশের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান। ১৪৪ বছরে ১বার আয়োজন হয় মহাকুম্ভ। আর তাই এই কুম্ভে স্নান করার সুযোগ হাতছাড়া করছেন না অনেকেই। তাই পূণ্যস্নানে ডুব দিলেন গাভাসকরও।