বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের। আহত আরও বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে।
জানা গিয়েছে, এদিন সকাল আটটা নাগাদ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোসাদ্দেক আলি দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
পুলিশ জানিয়েছে, যুগান্তর পরিবহনের যাত্রীবাহী বাসটি উত্তরবঙ্গ থেকে রাজধানী ঢাকার দিকে আসছিল। আর মালবাহী ট্রাকটি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। স্থানীয়দের একাংশের দাবি, প্রচণ্ড গতির জন্য নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা মারে ট্রাকটি। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে এলাকা। ঘটনার পর দমকল, পুলিশ ও স্থানীয় মানুষের মদতে আহতদের দ্রুত উদ্ধার করা হয়।