Sunday, September 24, 2023
Homeরাজ্যযাত্রীবোঝাই ম্যাক্সির চাকা ফেটে দুর্ঘটনা, মৃত ১ আহত ১৫

যাত্রীবোঝাই ম্যাক্সির চাকা ফেটে দুর্ঘটনা, মৃত ১ আহত ১৫

মালদা- যাত্রীবোঝাই ম্যাক্সির চাকা ফেটে দুর্ঘটনা।মৃত ১ আহত ১৫।
দুর্ঘটনাটি ঘটেছে,মালদা-রতুয়া রাজ্য সড়কের কাজিরোড এলাকায় জানা গিয়েছে,পুখুরিয়া থানার পরাণপুর এলাকা থেকে যাত্রী বোঝাই ম্যাক্সিটি ইংরেজ বাজার থানার পীড়ানা পীরের উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎ গাড়ির চাকা ফেটে দুর্ঘটনা ঘটে। উল্টে যায় যাত্রীবোঝাই ম্যাক্সটি। দুর্ঘটনার পর তড়িঘড়ি আহতদের উদ্ধার করে প্রথমে আড়াই ডাঙ্গা গ্রামীণ হাসপাতাল ভর্তি করে স্থানীয়রা। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় আহতদের পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা এক জনকে মৃত বলে ঘোষনা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত যুবকের নাম,ভোম্বল দাস(২৮)। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments