More
    Homeখবরযাদবপুরে পরীক্ষায় দুর্নীতির অভিযোগে অব্যাহত আন্দোলন, অধ্যাপকদের ঘরে তালা দেওয়ায় নিন্দা কর্তৃপক্ষের!

    যাদবপুরে পরীক্ষায় দুর্নীতির অভিযোগে অব্যাহত আন্দোলন, অধ্যাপকদের ঘরে তালা দেওয়ায় নিন্দা কর্তৃপক্ষের!

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে পরীক্ষার খাতা না দেখে নম্বর বসানোর অভিযোগ ঘিরে বিতর্ক চরমে উঠেছে। এই ঘটনায় পড়ুয়ারা বিক্ষোভে ফেটে পড়েছেন। তবে বিক্ষোভের নামে অধ্যাপকদের ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা নিয়ে নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।২০২৩-২৫ ব্যাচের ছাত্র ছাত্রীরা অভিযোগ তুলেছেন, খাতা না দেখে নম্বর দেওয়া হয়েছে। এই অভিযোগে বিভাগের প্রাক্তন প্রধান সান্ত্বন চট্টোপাধ্যায় এবং অধ্যাপক অভিষেক দাসকে দায়ী করা হয়েছে। তাঁদের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ এবং ঘরে তালা দেওয়ার ঘটনাও ঘটেছে।

    বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই দুই অভিযুক্ত অধ্যাপককে শোকজ নোটিশ পাঠিয়েছেন। শুক্রবারের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে। তবে অধ্যাপকদের ঘরে তালা দেওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেবেন না বলে জানানো হয়েছে। উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটার পক্ষ থেকেও অধ্যাপকদের ঘরে তালা দেওয়ার ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। উপাচার্যকে পাঠানো চিঠিতে তাঁরা বলেছেন, এমন আচরণ শিক্ষার পরিবেশ নষ্ট করছে এবং ভবিষ্যতে ছাত্র-শিক্ষক সম্পর্কে এর নেতিবাচক প্রভাব পড়বে।

    ফলপ্রকাশে দীর্ঘ দেরি হওয়ায় পরীক্ষার খাতা দেখতে গিয়ে পড়ুয়ারা অভিযোগ পান, খাতা না দেখেই নম্বর বসানো হয়েছে। এর পরই তাঁরা অভিযুক্ত অধ্যাপকদের সাসপেন্ড করার দাবি জানান। আন্দোলন চললেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের এই ধরনের আচরণকে সমর্থন করেননি। যাদবপুরের এই ঘটনা পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে। তবে কর্তৃপক্ষের হস্তক্ষেপে সমস্যা সমাধানের আশায় সকলে তাকিয়ে রয়েছেন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments