যাদবপুরে বাম প্রার্থীর প্রচারে টলিউড তারকাদের সমাবেশ, ‘ফিকে ঝান্ডা’য় রং ফেরাতে আপ্রাণ চেষ্টা!
কলকাতা, ২২ মে: বুধবার বিকেল থেকে যাদবপুর লোকসভা কেন্দ্রে বেশ জমকালো ছিল বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের প্রচার মিছিল। এই মিছিলে অংশ নিয়েছিলেন টলিউডের তিন জন তারকা – অভিনেত্রী শ্রীলেখা মিত্র, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং বাদশা মৈত্র।
গড়িয়ার কবি নজরুল মেট্রো স্টেশন থেকে শুরু হয়ে এই মিছিল যাদবপুরের বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয় যাদবপুর বিদ্যায়তনে। মিছিলে অংশগ্রহণকারীরা বামফ্রন্টের লাল পতাকা হাতে নিয়ে “সৃজন ভট্টাচার্য জিতবেন”, “ফিরে আসবে লাল ঝড়” স্লোগান দিয়ে সৃজন ভট্টাচার্যকে সমর্থন জানান।
প্রসঙ্গত, যাদবপুর লোকসভা কেন্দ্রটি এক সময় ছিল বামফ্রন্টের শক্ত ঘাঁটি। কিন্তু গত কয়েক বছর ধরে এই কেন্দ্রটিতে তৃণমূলের আধিপত্য বিস্তার পেয়েছে। এবার সেই হারানো জমি ফিরে পেতেই মরিয়া লড়াই চালাচ্ছে বামফ্রন্ট। এবং তারা বিশ্বাস করছে, জনপ্রিয় তারকাদের সমর্থন তাদের এই লড়াইয়ে জেতাতে সাহায্য করবে।
মিছিলে অংশগ্রহণকারী অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেছেন, “আমি সৃজন ভট্টাচার্যকে চিনি। তিনি একজন যোগ্য এবং দক্ষ প্রার্থী। আমি বিশ্বাস করি, তিনি যাদবপুরের মানুষের জন্য ভালো কাজ করবেন।”
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বলেছেন, “যাদবপুরের উন্নয়নের জন্য বামফ্রন্টের নীতিই সবচেয়ে ভালো। আমি আশা করি, এবার যাদবপুরের মানুষ সৃজন ভট্টাচার্যকে ভোট দিয়ে বামফ্রন্টকে আবার ক্ষমতায় আনবেন।”
গায়ক বাদশা মৈত্র বলেছেন, “আমি একজন শিল্পী হিসেবে আমার গানের মাধ্যমে মানুষকে বিনোদন দেই। কিন্তু আজকের এই মিছিলে অংশগ্রহণ করে আমি আমার সামাজিক দায়িত্ব পালন করছি।”
বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য এই টলিউড তারকাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন, “আমি আপনাদের বিশ্বাস ভাঙব না। যাদবপুরকে আবার বামফ্রন্টের ঘাঁটি করে তুলব।”