ছবির পরিচালক সহ, মুখ্য অভিনেতারা করোনা আক্রান্ত। তা হলে আর কী করে চলবে শ্যুটিং? আপাতত সব বন্ধই থাকছে। যুগ যুগ জিও ছবির সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানাচ্ছেন যে, ছবির পরিচালক রাজ মেহতা এবং অভিনেতা অনিল কাপুর, নীতু সিং কাপুর এবং বরুণ ধাওয়ান একসঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন। তাই বন্ধ করা হয়েছে ছবির শ্যুটিং। যদিও অভিনেতারা কেউ নিজেদের সোশ্যাল প্রোফাইল থেকে একথা জানাননি।
যতদিন পর্যন্ত এঁরা সকলে সেরে না উঠছেন, ততদিন বন্ধ থাকবে ছবির শ্যুট। কিছুদিন আগে শ্যুটিং সেট থেকে কোভিড টেস্টের একটি ভিডিও পোস্ট করেন নীতু। তিনি বোঝাতে চাইছিলেন যে, শ্যুটিং-এর সময় কতটা সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়। এমনকী সেটে উপস্থিত থাকা কলাকুশলীরা সর্বক্ষণ PPE, মাস্ক ও গ্লাভস পরে থাকেন। নীতুর পোস্ট করা ভিডিওতে সেটাও দেখা গিয়েছিল। কীভানে তারপরও অভিনেতারা আক্রান্ত হলেন করোনায়, সেটা বোঝা যাচ্ছে না।
যুগ যুগ জিও ছবির শ্যুটিং চলছিল চণ্ডিগড়ে। ছবিতে আরও রয়েছেন কিয়ারা আডবাণী, মণীষ পাল, প্রজাকতা কোলি। ছবির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে কিছুদিন আগে। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের এই ছবির অভিনেতারা শীঘ্রই সেরে উঠুন, এই কামনা করছেন সকলে।