More
  HomeUncategorizedযুদ্ধভূমিতে দেখা হবে বন্ধু! এনটিআর জুনিয়রকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখলেন হৃত্বিক 

  যুদ্ধভূমিতে দেখা হবে বন্ধু! এনটিআর জুনিয়রকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখলেন হৃত্বিক 

   

  দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে বলিউড পরিচালকরা যে ঝুঁকছেন তা কোন নতুন কাহিনী নয়। যেমন সম্প্রতি সালমান খানের নতুন ছবি কিসি কি ভাই কিসি কি জান ছবিটিতে অতিথি শিল্পী হিসেবে ছিলেন রামচরণ। তবে এবারে আর অতিথি হিসাবে নয় একেবারে সঙ্গী করেই ছবিতে নামতে চলেছেন হৃত্বিক রোশন।

   

  তবেই এবারে রামচরণ নয়, ঋত্বিকের পছন্দে জুনিয়র এনটিআর। ২০মে অর্থাৎ শনিবার ছিল জুনিয়র এনটিআর এর জন্মদিন। এই শুভ দিনকেই ঋত্বিক এই সুখবরটা দিলেন। তবে সেটি সরাসরি নয় একটু ফিল্মি কায়দায়। তিনি টুইটারে জুনিয়র এনটিআরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন,”বন্ধু তোমার জন্য যুদ্ধ ভূমিতে অপেক্ষা করব। তোমার দিন আনন্দ আর শান্তিতে ভরে উঠুক। যতক্ষণ না পর্যন্ত আমাদের দেখা হচ্ছে।”

   

  জানা গিয়েছে সূত্র মারফত, পরিচালক সিদ্ধান্ত আনন্দের সিকুইলে বানাচ্ছে ওয়ার ছবিটি অয়ন মুখোপাধ্যায়। অয়নের কথাতেই নাকি এই ছবিতে কাজ করতে রাজি হয়েছে জুনিয়র এনটিআর। আর আর ছবিটির বিরাট সাফল্যের পর বলিউডে বেশ নজর কেরেছে রামচরণ ও এনটিআর এর জুটি। জুনিয়র এনটিআর ভালো হিন্দিও বলতে পারেন তাই তাকেই বেছে নেওয়া হয়েছে ওয়ার টু এর জন্য।

  RELATED ARTICLES

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  - Advertisment -

  Most Popular

  Recent Comments