যেখানে শুরু, সেখানেই কি শেষ? মেসিকে নিয়ে নতুন করে গুঞ্জন ছড়ালো। ইন্টার মিয়ামিতে খেলেই অবসর নিচ্ছেন না, এমনই খবর প্রকাশ হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। কোথায় খেলে নেবেন তাহলে? সে কৌতূহলেরও প্রকাশ হয়েছে সেইসব প্রতিবেদনে। জানা গেছে, ইন্টার মায়ামি ছাড়লে ৩৭ বছর বয়সি তারকা ফিরতে পারেন আর্জেন্টিনাতেই। তাঁর ছোটবেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে হয়ে খেলতে পারেন। কারণ সেখানেই তিনি ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত খেলেছিলেন। তবে ইন্টার মিয়ামি এখনই ছাড়ছেন না লিওনেল মেসি। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত তাঁর চুক্তি ইন্টার মায়ামির সঙ্গে। এখনও পর্যন্ত ক্লাবের চুক্তি নবীকরণ নিয়ে তিনি কিছুই জানাননি। আদৌ মেসির কি ইচ্ছে, তা জানতে অপেক্ষা করা ছাড়া অন্য উপায় নেই।