যেন উড়ন্ত বাজপাখি! যেন সুপারম্যান! গ্লেন ফিলিপসের তালুবন্দি ক্যাচটাই কি তবে ক্রিকেট ইতিহাসের সেরা ক্যাচ? এই প্রশ্নই এখন ক্রিকেটমহলে। অবিশ্বাস্যভাবে বাতাসে ডানা মেলে দিয়ে বাজপাখির মতন ঝাঁপিয়ে ফিলিপস যেভাবে এক হাতে ওলি পোপের ক্যাচটা নিয়েছেন তা বারবার দেখার মতন। সমাজ মাধ্যমে এই ক্যাচ ভাইরাল হতে সময় নেয়নি। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড টেস্টে এই অবিশ্বাস্য ক্যাচটা ধরেন কিউয়ি তারকা।