কোলে ১ সপ্তাহের একরত্তি। সন্তান বুকে নিয়েই চলছে ল্যাপটপে কাজ। কথায় আছে, যে রাঁধে সে চুলও বাঁধে! অভিনেত্রীর ক্ষেত্রেও এর খুব একটা পার্থক্য নেই। তাই জন্যেই তো মা হওয়ার ১ সপ্তাহের মধ্যেই কাজ শুরু! হ্যাঁ, মা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন রাধিকা আপ্তে। সপ্তাহ খানেক আগেই মা হয়েছেন তিনি। তবে সদ্যোজাতর ছবি প্রকাশ্যে আনলেন শুক্রবার। কোলে কন্যা সন্তান এল না কি পুত্র? যদিও সেই উত্তর অধরা। প্রসঙ্গত, গত অক্টোবর মাসেই মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। কিন্তু একেবারেই সহজভাবে। যেখানে বলিউডি তারকারা কিছুটা ঘটা করেই সুখবর প্রকাশ্যে আনেন, তার কিছুটা উল্টো পথেই হেঁটেছিলেন রাধিকা। অন্তঃসত্ত্বা অবস্থাতেই লন্ডন চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন রাধিকা। ছবির সঙ্গে প্রকাশ্যে আসে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরও। সন্তান জন্মের খবরও দিলেন খুবই সহজভাবে। সন্তানকে বুকে নিয়েই ল্যাপটপে মিটিং সেরে নিচ্ছিলেন রাধিকা। সেই অবস্থাতেই তোলা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের এক সপ্তাহের সন্তানকে বুকে নিয়েই প্রথম কাজের মিটিংটা সেরে নিচ্ছি।’