‘যে রাঁধে, সে চুলও বাঁধে’ এবার এই প্রবাদটি যেন একেবারে মিলে গেল খ্যাতনামা বাঙালি গায়িকা শ্রেয়া ঘোষালের সঙ্গে। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো সামনে আসতেই গায়িকার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কী এমন ঘটালেন তিনি?
সম্প্রতি একটি লাইভ কনসার্টে শ্রেয়ার কাণ্ড দেখে অনুপ্রাণিত ভক্তরা। একদিকে যেমন পালন করছেন মায়ের দায়িত্ব, অন্যদিকে সমানতালে কর্মক্ষেত্রও সামলাচ্ছেন এই জনপ্রিয় প্লেব্যাক গায়িকা। ভাইরাল হওয়া ভিডিয়োতে একটি মর্মস্পর্শী মুহূর্ত উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে মঞ্চে মায়ের সঙ্গে যোগ দিয়েছে একরত্তি দেবযান। ভিডিয়োতে দেখা গিয়েছে, দেবয়ানকে কোলে নিয়ে লাইভ কনসার্টে সাউন্ড চেক করছেন শ্রেয়া। দু’জনেরই পরনে নীল বর্ণের ঢিলেঢালা সাধারণ পোশাক।
শ্রেয়া একদিকে যেমন আত্মবিশ্বাসী নিজের কাজ নিয়ে, পাশাপাশি একজন ব্যস্ত কর্মজীবী মা কীভাবে তাঁর সন্তানের সঙ্গে সংযুক্ত থাকতে পারে, তার নজির গড়লেন গায়িকা। এদিনের এই কনসার্টে শ্রেয়ার এই ভুমিকায় মন্ত্রমুগ্ধ অনুরাগীরা। এর আগেও শ্রেয়া-পুত্র দেবযানের অনেক ভিডিয়ো ভাইরাল হয়েছিল নেটপাড়ায়। তবে এই ভিডিয়ো সরাসরি হৃদয় স্পর্শ করেছে সকলের।