More
    Homeজাতীয়যোগীরাজ্যে গঙ্গা এক্সপ্রেসওয়ে! আজ ৩৬ কোটির প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদির...

    যোগীরাজ্যে গঙ্গা এক্সপ্রেসওয়ে! আজ ৩৬ কোটির প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদির…

    নির্বাচনের আগে উত্তর প্রদেশে পরের পর নতুন প্রকল্পের উদ্বোধন বা শিলন্যাস করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi in Uttar Pradesh)৷ এ দিনও উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলায় ৫৯৪ কিলোমিটার দীর্ঘ গঙ্গা এক্সপ্রেসওয়ের (Ganga Expressway) শিলন্যাস করেন প্রধানমন্ত্রী৷ প্রকল্পের শিলন্যাস করে প্রধানমন্ত্রী দাবি করেন, অদূর ভবিষ্যতে দেশের সবথেকে অত্যাধুনিক পরিকাঠামো যুক্ত শহর হিসেবে গড়ে উঠবে উত্তর প্রদেশ৷

    মিরাটের কাছে বিজৌলি গ্রাম থেকে প্রয়াগরাজের কাছে জুদাপুর ডান্ডু গ্রাম পর্যন্ত যাবে এই এক্সপ্রেসওয়ে৷ কাজ সম্পন্ন হলে এটাই হবে উত্তর প্রদেশের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে৷ রাজ্যেরপশ্চিমাঞ্চলের সঙ্গে পূর্বাঞ্চলকে যুক্ত করবে এই এক্সপ্রেসওয়ে৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, ৩৬ হাজার কোটি টাকার বেশি খরচ করে প্রায় ৬০০ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে গড়ে তোলা হবে৷ নরেন্দ্র মোদির দাবি, গঙ্গা এক্সপ্রেসওয়ে চালু হলে প্রচুর নতুন শিল্পও আসবে উত্তর প্রদেশে, কর্মসংস্থানের সুযোগও বাড়বে৷ ৷

    প্রকল্পের শিলন্যাস করে প্রধানমন্ত্রী বলেন, ‘খুব শিগগিরই উত্তর প্রদেশ দেশের সবথেকে অত্যাধুনিক পরিকাঠামো সম্বলিত রাজ্য হিসেবে চিহ্নিত হবে৷ এই দিন খুব বেশি দূরে নয়৷ উত্তর প্রদেশে এক্সপ্রেসওয়ে, নতুন করে তৈরি বিমানবন্দর, নতুন রেল রুটের যে নেটওয়ার্ক তৈরি হচ্ছে তা উত্তর প্রদেশের মানুষের জন্য আশীর্বাদ নিয়ে আসবে৷’

    নরেন্দ্র মোদি আরও বলেন, ‘আধুনিক যে পরিকাঠামো উত্তর প্রদেশে গড়ে উঠছে তা থেকেই প্রমাণ করে কীভাবে সম্পদকে কাজে লাগানো উচিত৷ আপনারা নিজেরাই দেখেছেন জনগণের টাকা আগে কীভাবে ব্যবহার করা হত৷ কিন্তু এখন উত্তর প্রদেশের টাকা উত্তর প্রদেশের উন্নয়নের কাজেই লাগানো হয়৷’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments