যৌন হেনস্তার অভিযোগ পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে! “অনিচ্ছাকৃতভাবেই যে ঘটনাটি ঘটেছে তা লিখিতভাবেই দিতে যাচ্ছিলাম। পরে ‘অনিচ্ছাকৃত’ শব্দটি সরিতে দিতে বলা হয় আমাকে।” অভিযোগ ওঠার পর এমনটাই বললেন পরিচালক। উল্লেখ্য, ইতিমধ্যেই ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড করা হয়েছে তাঁকে। যতদিন না পর্যন্ত পরিচালকের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা প্রমাণিত হচ্ছে, ততদিন এই সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ নস্যাৎ করে পরিচালক জানিয়েছেন, “আমাকে বলা হয়েছে অভিনেত্রীকে ছবির একটি দৃশ্য বোঝাতে গিয়ে তাঁর সঙ্গে খারাপ আচরণ করেছি। ডিওপি থেকে শুরু করে ফ্লোরে সকলেই ছিল। সাহেব চট্টোপাধ্যায়ও ছিল এমনকি ফটোগ্রাফাররাও। আমি মহিলা কমিশনের কাছে সবটা ব্যাখ্যা করেছি। আমি বলেছি যদি অনিচ্ছাকৃতভাবে আমার কোনও আচরণের কারণে তিনি কোনওভাবে খারাপ মনে করে থাকেন, তাহলে আমি মন থেকে তার জন্য ক্ষমাপ্রার্থী। পরে আমাকে ‘অনিচ্ছাকৃত’ শব্দটি বাদ দিতে বলা হয়। আমার সহপরিচালক, ফটোগ্রাফার এবং ছবির প্রযোজনা সংস্থার এক্সিকিউটিভ প্রোডিউসার প্রত্যক্ষদর্শী ছিলেন। এখন আমার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। আর সাসপেন্ড করার পদক্ষেপ করার আগে আমার সঙ্গে কোনও যোগাযোগ করেনি ডিরেক্টরর্স গিল্ড।”