সম্প্রতি নায়িকা হিনা খান স্তন ক্যান্সারের তৃতীয় পর্যায়ে আক্রান্ত হয়েছেন।বর্তমানে ক্যান্সারের চিকিৎসাধীন থাকায় চুল ছোটো করেছেন অভিনেত্রী হিনা। হিনা তাঁর সোস্যাল মিডিয়াতে শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে ভ্রমন এবং স্বাস্থ্যের ছবি শেয়ার করেন। সম্প্রতি হিনা খান তাঁর প্রেমিক রকি জাসওয়ালের সঙ্গে প্রশংসামূলক একটি নোট শেয়ার করেছেন।
ক্যান্সার আক্রান্ত হওয়ার আগে বিভিন্ন ভাবে তাঁর প্রেমিক রকি জাসওয়ালের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা গেছে হিনা খানকে।এখনও তার অন্যথা হয়নি। দুজনে আয়নার সামনে মিরর সেল্ফি মিডিয়াতে একটি ফটো পোস্ট করেন।যেখানে হিনা তাঁর প্রেমিককে নিয়ে লিখেছেন, “তুমিই শ্রেষ্ঠ, আল্লাহ তোমার মঙ্গল করুক।তুমি আমার শক্তি।” ক্যান্সার আক্রান্ত হিনা খানকে আমরা দেখেছি প্রথম কেমো নেওয়ার পর আবারও কাজে কামব্যাক করতে। “যখন সে হাসে, তখন আলো আরও উজ্জ্বল হয়। যখন সে খুশি হয়, তখন জীবনের অর্থবোধ হয়। যখন সে আমার সাথে থাকে, তখন আমি অনেক বেশি বাঁচি। যখন আমি তার সাথে থাকি তখন কিছুই যায় আসে না। তার প্রিয় খাবার রান্না করা হয়েছে… এটা আমার ভালোবাসার জন্য বিশেষ সপ্তাহ।” এইকথা গুলোর মধ্যে দিয়ে হিনা ও রকি যে একে অপরের পাশে আছে তা স্পষ্ট।