Monday, May 29, 2023
HomeUncategorizedরক্ত ঝরছে কপাল ফেটে, কত চিহ্ন রয়েছে চোখের তলায়! এমনই ভিডিও শেয়ার...

রক্ত ঝরছে কপাল ফেটে, কত চিহ্ন রয়েছে চোখের তলায়! এমনই ভিডিও শেয়ার করলে প্রিয়াঙ্কা

কি কাণ্ড প্রিয়াংকার মুখের! কিভাবে হল এমন অবস্থা? পুরো রক্তাক্ত হয়ে গিয়েছে দেশি গার্ল এর মুখ। আসলে এটি এখনকার ভিডিও নয় সিটাডেল সিরিজের শুটিং এর সময় একটি ভিডিও। এই সিরিজের শুটিংয়ের সময় কিভাবে প্রিয়াঙ্কা একশন প্যাক্ট হয়ে উঠেছিলেন তারই প্রমাণ দিলেন এই ভিডিও শেয়ার করে।

প্রিয়াঙ্কা অভিনীত এই সিরিজটির দর্শকদের বেশ মন কেড়েছে। তার করা একশন প্যাক লোক বেশ পছন্দ হয়েছে দর্শকদের তার কথায় তার এই কাজ যখন লোকের পছন্দ হয় তখনই তার মনে পড়ে যায়, রক্ত ঘাম ঝরা স্মৃতিগুলো। প্রিয়াঙ্কা অ্যাকশনের ভিডিও শেয়ার করে একশন মাস্টারকে ধন্যবাদ জানায়।

মুম্বাইয়ে এই প্রিয়াঙ্কা একসময় দেশি গার্ল নামে পরিচিত ছিলেন তারপরে তিনি হলিউডে পা রাখেন নানান ধরনের সিনেমা তিনি করেছেন মাঝে কিছুটা সময় তিনি মালতিকে নিয়ে ব্যস্ত ছিলেন। তারপর তিনি আবার সিটাডেল সিরিজের জন্য প্রস্তুত হয়ে ওঠেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments