মৃত্যুদুয়ার থেকে ঋষভ পন্থকে ফিরিয়ে এনেছিলেন। এসেছিলেন সংবাদের শিরোনামে। সেই রজত কুমার, এখন নিজেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অনেক লড়াই শেষে পন্থ ক্রিকেট জীবনে ফিরলেও, জীবনের লড়াইয়ে যেন হারতেই বসেছেন রজত। আসলে, প্রেমিকার সঙ্গে একসঙ্গে বিষ খেয়েছেন তিনি। প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। কারণ, ভিন্ন জাতের প্রেম। এরপরই একসঙ্গে বিষ খাওয়ার সিদ্ধান্ত নেন বলে পুলিশ সূত্রে খবর। তাতে প্রেমিকার মৃত্যু হলেও রজত এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ২০২২ সালের ৩০ ডিসেম্বর ঋষভ পন্থ ভয়াবহ পথ দুর্ঘটনার সম্মুখীন হন। সে’সময় রজত ও তাঁর বন্ধু নিশু কুমারই সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে আহত পন্থকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। উপস্থিত বুদ্ধি ও সে’কাজের জন্য প্রশংসাও করেন সকলে। পন্থ স্বাভাবিক জীবনে ফিরলেও, আচমকাই সেই রজতই এখন মৃত্যুমুখে।