রঞ্জিতে যখন একের পর এক জাতীয় দলের তারকারা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন, তখনও পর্যন্ত অজ্ঞাতবাসই করছিলেন বিরাট কোহলি। অবশেষে নামলেন অনুশীলনে। নিজের কেরিয়ারের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট। শোনা গেছে, চোটের কারণে রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির হয়ে খেলতে পারেননি। রেলওয়েজের বিরুদ্ধে খেলার কথা। শেষবার ২০১২ সালে দিল্লির হয়ে রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছিলেন। মুম্বইয়ের এক মাঠে নেটে অনুশীলন শুরু করেছেন তিনি। সঙ্গে ছিলেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার।