দেখতে দেখতে ৬ বছর। দিব্যি দিন কাটাচ্ছেন রণবীর-দীপিকা। ১৪ নভেম্বর দিনটা স্পেশাল, কারণ এই দিনটাই বিবাহবার্ষিকী এই বলিউড জুটির। এবার আরও বিশেষ, কারণ তাঁদের জীবনে এখন মেয়ে দুয়াও যুক্ত হয়েছে।এবার মেয়েকে নিয়েই বিবাহবার্ষিকী কাটাবেন তাঁরা। রণবীর সমাজমাধ্যমে দীপিকার একাধিক অদেখা ছবি পোস্ট করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান স্ত্রীকে। রণবীর ক্যাপশনে লেখেন, ‘প্রতিদিনই ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে, কিন্তু আজকের দিনটা আসল।’ সেইসঙ্গে ফ্লাইং কিস এবং হার্ট ইমোজিও রয়েছে। ভোলেননি আই লাভ ইউ বলতেও। ৫ বছর প্রেমপর্বের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন রণবীর-দীপিকা।