ওড়িশার বিরুদ্ধে মোহনবাগানের লড়াই। আবার বাগানের প্রাক্তনদের বিরুদ্ধে বর্তমানের লড়াইও বলা যায়। রবিবার কলিঙ্গ স্টেডিয়ামে যুযুধান দুই প্রতিপক্ষ। তবে ধার কমেছে ওড়িশার। বাগান যখন জয়ের হ্যাটট্রিকে ফুটছে, তখন সের্জিও লোবেরার ওড়িশা এফসি গত দুটি ম্যাচে জয় না পেয়ে কিছুটা হলেও চাপে রয়েছে। ওড়িশা ৭ ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জয় পেয়েছে। তবু ওদের মাটিতে মোলিনা সমঝেই খেলাতে চান। কলিঙ্গবাহিনীতে তাঁর দলের দুই প্রাক্তনী রয়েছেন, রয় কৃষ্ণা ও হুগো বুমৌস। মোলিনাও তা জানেন। তবে তিনি রয়দের প্রাক্তন ফুটবলার হিসেবে নয়, প্রতিপক্ষের বিপজ্জনক অ্যাটাকার হিসেবেই আটকানোর ছক তৈরি করছেন। তাঁর সাফ কথা, ‘প্রাক্তন দলের বিরুদ্ধে খেললে যে কোনও ফুটবলারই অতিরিক্ত মোটিভেশন নিয়ে খেলে, যাতে আরও ভাল খেলা দেখাতে পারে তারা। রয় ও বুমৌস ভাল ফুটবলার। তবে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার হওয়ার জন্য ওরা বাড়তি উজ্জীবিত হয়ে খেলবে কি না জানি না। তবে এটুকু বলতে পারি, ভাল ফুটবল খেলার জন্য ওদের জায়গা দেব না আমরা’। বাগান জিতলে শীর্ষে ওঠার লড়াইয়ে বেঙ্গালুরুর সঙ্গে পয়েন্ট পার্থক্য কমবে। এই ম্যাচে স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট নাও খেলতে পারে, এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয় কোচের কাছে। তবে সেরা দিনে যে কেউই ম্যাচ বের করে নিতে পারেন বলে ধারণা মোলিনার।