সুদূর বিদেশে ঘর বসালেও মন থেকে তো তিনি ‘দেশি গার্ল’ই! আবারও তার প্রমাণ মিলল। রবিবার রাতে লন্ডনে খাঁটি দেশি রীতিতেই করওয়া চৌথ পালন করলেন প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাসের মঙ্গলকামনায় সমস্ত নিয়ন-নীতি মেনেই সবটা সামলালেন তিনি। সারাদিন অভুক্ত থেকে আকাশে চাঁদ দেখে তবেই স্বামীর হাত থেকে জল পান করে উপোস ভাঙলেন অভিনেত্রী। মেয়ে-জামাইকে আশীর্বাদ করলেন মধু চোপড়া।