রাঁধেন, আবার চুলও বাঁধেন…অভিনেত্রী রাধিকা আপ্তের ক্ষেত্রে কথাটা যেন একেবারেই প্রযোজ্য। সদ্যই মা হয়েছেন। কিন্তু তাতে কী! থেমে থাকেনি কাজ। সন্তান গর্ভে থাকাকালীনই সুদূর মার্কিন মুলুকে যোগ দিয়েছিলেন একটি অনুষ্ঠানে। সেখান থেকেই অবশ্য মা হওয়ার সুখবর দিয়েছিলেন তিনি।
এদিনের চিত্রটাও কিছুটা একইরকম। এই মুহূর্তে সন্তান তাঁর কয়েক মাসের। মাতৃদুগ্ধই তার একমাত্র খাদ্য। মা হলেও নিজের শখ এবং পরিচয় হারিয়ে যেতে দেননি রাধিকা। সম্প্রতি তাঁর দেখা মিলল একটি অনুষ্ঠানে। সেখানকার শৌচালয় থেকেই ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা গিয়েছে, স্তনে ধরা রয়েছে দুগ্ধ নিষ্কাশন যন্ত্র (ব্রেস্ট পাম্পিং মেশিন)। রাধিকার অন্য হাত ধরে রয়েছে একটি মদের পাত্র।
লন্ডনে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে এমন অবতারে দেখা গেল রাধিকাকে। জমকালো অনুষ্ঠানের লাল গালিচায় হাঁটার আগে যেন একেবারে ‘বিহাইন্ড দ্য সিন’ই তুলে ধরলেন অভিনেত্রী। পাশাপাশি, সেখানে তাঁকে প্রতি মুহূর্তে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন সহযোগী নাতাশা মালহোত্রাকেও।
ক্যাপশনে রাধিকা লেখেন, ‘নাতাশাকে ধন্যবাদ জানাতেই হবে আমার বাফটা অনুষ্ঠানে যোগ দেওয়াটা সম্ভব করে তোলার জন্য। ও শুধু দুধ নিষ্কাশনেই সহযোগিতা করেনি, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ও শৌচালয়ে আমার জন্য শ্যাম্পেনটা এনে দিয়েছে। একজন মা হওয়ার সঙ্গে সঙ্গে কাজ করাটা মোটেই সহজ বিষয় নয়। কিন্তু কথা হল, কারও প্রতি এই ধরনের যত্ন এবং সহানুভূতিটা খুবই কম দেখতে পাওয়া যায় এই ইন্ডাস্ট্রিতে। যথেষ্ট প্রশংসাযোগ্য এইগুলো।’
২০১১ সালে ব্রিটিশ সঙ্গীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে একত্রবাস শুরু করেন রাধিকা। তার পরেই শোনা যায় দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গেই আইনি বিয়ে সেরেছেন অভিনেত্রী। বিয়ের ১২ বছর পর মাতৃত্বের স্বাদ পেলেন ‘অন্ধাধুন’ খ্যাত অভিনেত্রী।