রাজকুমারের জন্মদিনে প্রকাশ্যে নতুন ছবির ঝলক। একদিকে স্ত্রী ২-এর সাফল্য। অন্যদিকে প্রথমবার গ্যাংস্টার লুকে ধরা দিলেন রাজকুমার রাও। জন্মদিনে তাঁর অনুরাগীদের জন্য উপহার স্বরূপ সমাজমাধ্যমে রাখলেন ছবির প্রথম পোস্টার। ছবির নাম ‘মালিক’। এটি একটি অ্যাকশন থ্রিলার ছবি। ছবিতে গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার। পুলকিত পরিচালিত এবং নর্দার্ন লাইট ফিলমস প্রযোজিত এই ছবি। একহাতে বন্দুক!পোস্টারে পরনে সাদা পোশাক এবং তীক্ষ্ণ দৃষ্টিতে পিছন ফিরে দেখছেন অভিনেতা। পোস্টারে শুধু নায়ক নয় সঙ্গে রয়েছে একটি বার্তাও ‘ জন্মাইনি ঠিকই কিন্তু আমরা তৈরি তো হতেই পারি’। ছবি পোস্ট করে ক্যাপশনে রাজকুমার সমস্ত অনুরাগীদের ‘মালিক’ পরিবারে আহবান জানালেন।