Monday, March 27, 2023
Homeজাতীয়রাজধানী দিল্লি সহ একাধিক জায়গায় প্রবল শৈত্যপ্রবাহের আশঙ্কা, জারি কমলা সতর্কতা

রাজধানী দিল্লি সহ একাধিক জায়গায় প্রবল শৈত্যপ্রবাহের আশঙ্কা, জারি কমলা সতর্কতা

দিল্লির বেশির ভাগে জায়গায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিম হিমালয় থেকে কনকনে হাওয়া বাধাহীন ভাবে ঢুকতে থাকায় রাজধানীর তপামাত্রা কোথাও কোথাও এক ধাক্কায় ৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে।। ইতিমধ্যেই সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা।বেসরকারি আপডেটে দেখা যাচ্ছে শনিবার সকাল ৬টায় দিল্লির তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পরে তা রাও নেমে সর্বনিম্ন ৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। পালামে তাপমাত্রা ৩.৪ ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছিল। উত্তরভারতে এরপর তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রিতে নামবে বলে পূর্বাভাস।

জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশে গত ১২ ডিসেম্বর থেকে তুষারপাত হচ্ছে। ফলে সেখান থেকে হিমশীতল হাওয়া রাজধানীতে ঢুকছে। যার জেরে তাপমাত্রা হু হু নামছে। তবে রবিবার থেকে আগামী কয়েকটা দিন তাপমাত্রা সামান্য বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রির কাছাকাছি। ২২-২৪ ডিসেম্বর ফের কুয়াশার দাপট দেখা দিতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments