More
    Homeবিনোদন"রাজনীতি বুঝি না, সিনেমা ছাড়া কিছু পারি না...", আডিশনের তরফ থেকে ঋতুপর্ণা...

    “রাজনীতি বুঝি না, সিনেমা ছাড়া কিছু পারি না…”, আডিশনের তরফ থেকে ঋতুপর্ণা সেনগুপ্তের কাছে প্রশ্ন রাখা হয়েছিল একটি সাক্ষাৎকারে

    “রাজনীতি বুঝি না, সিনেমা ছাড়া কিছু পারি না…”, আডিশনের তরফ থেকে ঋতুপর্ণা সেনগুপ্তের কাছে প্রশ্ন রাখা হয়েছিল একটি সাক্ষাৎকারে। যদিও প্রশ্নটি ছিল ইন্ডাস্ট্রির রাজনীতি নিয়ে। কিন্তু ঋতুপর্ণার সোজাসাপটা জবাব ছিল তিনি অভিনয়টাই মন দিতে করতে পারেন। এ তো ইন্ডাস্ট্রির রাজনীতির কথা। আদ্যোপান্ত রাজনীতির ময়দানেও অভিনেতা-অভিনেত্রীদের অভিষেক নতুন কোনও ঘটনা নয়। বর্তমানে টলিপাড়ার তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা দাপিয়ে বেড়াচ্ছেন রাজনৈতিক মঞ্চে। এ বার কি সেই তালিকাতেই নাম লেখাবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত? সম্প্রতি চুঁচুড়া উৎসবে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে ঠিক এই প্রশ্নই উঠে এসেছিল অভিনেত্রীর দিকে। তাঁর কণ্ঠে সেইদিনও একই সুর। ঋতুপর্ণা বললেন, “রাজনীতি থেকে আপাতত আমি দূরে। কারণ রাজনীতি আমি বুঝিনা। শিল্পী শিল্পীর মতোই থাকতে চাই।” কখনও মুখ্যমন্ত্রী নিজে প্রস্তাব দিলে সেটাও কি ফিরিয়ে দেবেন? কী জবাব দেবেন তিনি? প্রশ্ন আসতেই তিনি জানান, “তখন আমি মুখ্যমন্ত্রীকেই বলব সেই জবাবটা”।

    Previous article
    Next article
    ‘আমি হাসপাতালে ভর্তি নই। শ্বাসকষ্ট নেই আমার।’ শারীরিক অসুস্থতাকে ঘিরে গুজব উড়িয়ে দিলেন মোনালি ঠাকুর। মঙ্গলবার কোচবিহারের দিনহাটায় গানের অনুষ্ঠান ছিল মোনালি ঠাকুরের। আর তারপরেই খবর ছড়িয়েছিল মঞ্চে গাইতে গাইতেই নাকি অসুস্থ বোধ করায় মাঝপথে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁকে। এমনকি এও শোনা গিয়েছিল শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালেও ভর্তি করতে হয়েছে গায়িকাকে। খবরে গোটা নেট্মাধ্যম সরগরম হতেই মুখ খুললেন মোনালি। নিজেই লিখলেন, ‘আমি মোটেই হাসপাতালে ভর্তি হইনি। আমার কোনও শ্বাসকষ্টও হয়নি। কোনও ভিত্তিহীন খবরে কান দেবেন না।’ এমনকি গায়িকার শ্বাসকষ্ট হওয়ার ঘটনাকে ঘিরে যে উদ্বেগ ছড়িয়েছিল, তার ভিত্তিতেও তিনি লেখেন, ‘আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই যে, আমি মোটেই শ্বাসকষ্টে ভুগছি না। আর কোনও হাসপাতালেও ভর্তি ছিলাম না। এগুলো মিথ্যে রটনা।’ তাহলে কী হয়েছিল সেইদিন? মোনালি জানান, ‘আসলে ভাইরাল জ্বর হওয়ার পর আমি ঠিকঠাক বিশ্রাম নিতে পারিনি। যার ফলে আমার অসহ্য সাইনাস এবং মাইগ্রেনের ব্যথা শুরু হয়। বিমানে উঠেই অসুস্থ বোধ করা শুরু করেছিলাম।’
    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments