“রাজনীতি বুঝি না, সিনেমা ছাড়া কিছু পারি না…”, আডিশনের তরফ থেকে ঋতুপর্ণা সেনগুপ্তের কাছে প্রশ্ন রাখা হয়েছিল একটি সাক্ষাৎকারে। যদিও প্রশ্নটি ছিল ইন্ডাস্ট্রির রাজনীতি নিয়ে। কিন্তু ঋতুপর্ণার সোজাসাপটা জবাব ছিল তিনি অভিনয়টাই মন দিতে করতে পারেন। এ তো ইন্ডাস্ট্রির রাজনীতির কথা। আদ্যোপান্ত রাজনীতির ময়দানেও অভিনেতা-অভিনেত্রীদের অভিষেক নতুন কোনও ঘটনা নয়। বর্তমানে টলিপাড়ার তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা দাপিয়ে বেড়াচ্ছেন রাজনৈতিক মঞ্চে। এ বার কি সেই তালিকাতেই নাম লেখাবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত? সম্প্রতি চুঁচুড়া উৎসবে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে ঠিক এই প্রশ্নই উঠে এসেছিল অভিনেত্রীর দিকে। তাঁর কণ্ঠে সেইদিনও একই সুর। ঋতুপর্ণা বললেন, “রাজনীতি থেকে আপাতত আমি দূরে। কারণ রাজনীতি আমি বুঝিনা। শিল্পী শিল্পীর মতোই থাকতে চাই।” কখনও মুখ্যমন্ত্রী নিজে প্রস্তাব দিলে সেটাও কি ফিরিয়ে দেবেন? কী জবাব দেবেন তিনি? প্রশ্ন আসতেই তিনি জানান, “তখন আমি মুখ্যমন্ত্রীকেই বলব সেই জবাবটা”।