ফের রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশাসনের রাজনীতিকরণের অভিযোগে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রবিবার এক তালিকা প্রকাশ করে রাজ্যপাল দাবি করেন, রাজনৈতিক প্রভাব বজায় রাখতে অবসরপ্রাপ্ত IPS আধিকারিকদের পুনর্নিয়োগ করছে তৃণমূল সরকার। ওদিকে কাজ করার সুযোগ পাচ্ছেন না বর্তমান IPS-রা।
রবিবার এক টুইটে রাজ্যপাল লিখেছেন, IPS আধিকারিকদের বসিয়ে রেখে রাজনৈতিক প্রভাব বজায় রাখতে অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে ১৯৮৫ ব্যাচের IPS-রা বিশেষ প্রাধান্য পাচ্ছেন। এই প্রবণতা গণতন্ত্রের কাছে আরও বড় চ্যালেঞ্জ।
একথা বলে ১৯ জন অবসরপ্রাপ্ত IPS-এর নাম ও পদমর্যাদা প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই তালিকায় সবার ওপরে রয়েছেন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ করপুরকায়স্থ। রয়েছেন অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্ঠা রীনা মিত্র।
Worrisome & alarming aspect of governance @MamataOfficial !
Cadre officials @WBPolice sidelined & chosen favourites post retirement in full political blaze of patronage and power.
1985 IPS batch #SSA hot favourite.
All this and more in focus to thwart challenge to democracy. pic.twitter.com/sGeqbly3gj
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 13, 2020