More
    Homeবিনোদনরাজ'পুত্র ইউভানের কিছু মুহূর্তের ছবি পোষ্ট করলেন মা শুভশ্রী

    রাজ’পুত্র ইউভানের কিছু মুহূর্তের ছবি পোষ্ট করলেন মা শুভশ্রী

    সমাজ মাধ্যমের দৌলতে রাজ-শুভশ্রী দুই সন্তান – ইউভান আর ইয়ালিনি – এখন খুবই পরিচিত। তারা আবার শুভশ্রী ভক্তদের নয়নের মণি। অনেক সময় রাজ কিংবা শুভশ্রী নিজেরাই ছেলেমেয়েদের ভিডিয়ো পোস্ট করে থাকেন। কখনও আবার ফ্যানক্লাবের হাত ধরে ভাইরাল হয় তাঁদের নানা মুহূর্ত। বলিউডের তৈমুর কিংবা রাহা-র মতোই ইউভান-ইয়ালিনিও কিছু কম জনপ্রিয় নয়। এই মুহূর্তে ওরা হালিশহরে দাদুর বাড়িতে। সম্প্রতি শুভশ্রীর ফ্যানক্লাবের ইনস্টাগ্রামে উঠে এল ‘রাজ’পুত্র ইউভানের কিছু মুহূর্ত। যেগুলি কিনা রাজের হালিশহরের বাড়িতে তোলা। এই মুহূর্তে সেখানেই সময় কাটাচ্ছেন রাজ-শুভশ্রী। সেখানেই রয়েছে ইউভান-ইয়ালিনি, রয়েছেন রাজের মা লীলা চক্রবর্তীও। বেশ খোশ মেজাজে সকলে আছে। বাচ্চা দুজন যে খুব আনন্দে আছে তা সহজেই বোঝা যায়।

     

     

     

    সেই ছবি দেখে খুশি ভক্ত মন্ডলী। ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাজের বাড়ির বিশাল উঠোন চত্ত্বরে সাইকেল চালাচ্ছে ইউভান। আর সেখানেই একটু দূরে রাখা সোফায় বসে রয়েছেন তাঁর ঠাকুমা অর্থাৎ রাজের মা লীলাদেবী। তিনি বসে বসে নাতির কাণ্ডকারখানা দেখছিলেন। এদিকে ইউভান যখন সাইকেল চালাচ্ছিল, তখন কোনও একজন কর্মীকে পিছন থেকে ইয়ালিনিকে কোলে নিয়েও যেতে দেখা যায়। আবার আরও একটা ভিডিয়োতে ইউভানকে বাড়ির পুকুরের সামনে খেলতা দেখা যাচ্ছে। সে পুকুরের দিকে নামার চেষ্টা করলে দূর থেকে ঠাকুমা তাঁকে সাবধান করলেন, ‘উপর দিকে থাকো, নিচে যেও না পা পিছলে যাবে সোনা…।’ এরপরও ইউভান নামতে গেলে শুভশ্রী চিৎকার করে ছেলেকে বারণ করলে ইউভান ফের উঠে এসে মাটি মাখতে শুরু করে। বলে, ‘আমি বোনুকে ফলো করছি,…’।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments