রাজা আর কতদিন মুকুটহীন থাকবেন? ঘুরেফিরে সেই বিরাট কোহলির হাতেই আসতে চলেছে আরসিবির ক্যাপ্টেন আর্মব্যান্ড। কারণ, সূত্রের খবর, ক্যাপ্টেন হিসেবে ফাফ ডু’প্লেসিকে রাখা হচ্ছে না। শুভমন গিলকে নাকি প্রস্তাব দিয়েছিল আরসিবি। কিন্তু তিনি গুজরাট ছাড়ছেন না এখনই। আর এক মহল মনে করছে কেএল রাহুলকেও চাইছে আরসিবি। তাঁর হাতেও তুলে দেওয়া হতে পারে। তবে বিরাট ছাড়া এইমুহূর্তে বিকল্প আর কোনও নাম নিয়ে ভাবতে চায় না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০১৩ সালে আরসিবির ক্যাপ্টেন হয়েছিলেন কোহলি। ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব সামলেছেন। যদিও অধরা থেকেছে আইপিএল জয়। এখন দেখার, সত্যি বিরাটকে আবার ক্যাপ্টেন করা হয় কিনা!