দেশজুড়ে বার্ড ফ্লু নিয়ে বাড়ছে চিন্তা। ইতিমধ্যে দশটি রাজ্যে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা। রাজ্যেও এবার বার্ড ফ্লুর থাবা? পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ছড়াল বার্ড ফ্লু আতঙ্ক।
দেশের ১০ টি রাজ্যে বার্ড ফ্লু ছড়িয়েছে। কেন্দ্র সরকার অ্যাডভাইজরি জারি করে সমস্ত রাজ্যগুলোকে সতর্কতা অবলম্বন করতে আর বার্ড ফ্লু নিয়ে সচেতনতা ছড়ানোর নির্দেশ দিয়েছে। কেন্দ্র সরকার অ্যাডভাইজরি জারি করে বলেছে, যেই যেই এলাকায় জলজ প্রাণী আর পোল্ট্রি ফার্ম আছে সেখানে বিশেষ সতর্কতা অবলম্বন করতে। আর যদি কোনও পাখীর বার্ড ফ্লু হওয়ার আশঙ্কা হয়, তাহলে অতি স্বত্বর সেটির স্যাম্পেল কালেক্ট করে তদন্তের জন্য পাঠাতে। এর সাথে সাথে মৃত পাখী, মুরগি যেখানে পাওয়া যাবে সেই এলাকায় ওষুধ ছিটিয়ে স্যানিটাইজ করতে হবে।
দুর্গাপুরের স্টিল টাউনশিপ এলাকার একটি মাঠে মৃত হাঁস, মুরগি পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়ায়। এই ঘটনার পর দুর্গাপুর মহকুমা এবং পুরসভার স্বাস্থ্য বিভাগ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে।